• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ডেঙ্গুতে আরও ৪০ জন হাসপাতালে 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০৬:০৬ পিএম
ডেঙ্গুতে আরও ৪০ জন হাসপাতালে 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৪০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।    

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৪০ জন। এর মধ্যে ঢাকাতে ২৬ জন ও ঢাকার বাইরে ভর্তি ভর্তি হয়েছেন ১৪ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ১১৪ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে ৬৬ জন রোগী ভর্তি রয়েছেন।   

এতে আরও বলা হয়েছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮ হাজার ৪১ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৭৬০ জন রোগী।

এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে।  

Link copied!